একটি বানর শরীরে ক্ষত নিয়ে হাসপাতাল এলাকায় এসে ঘুরে বেড়াতে থাকে। চিকিৎসা নেওয়ার পর সেটি বনে ফিরে যায়। বানরটি আবার পরের দিন হাসপাতালে ফিরে আসে। গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো হাসপাতালের সামনে আসে বানরটি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালের চিকিৎসকরা সোমবার তৃতীয় দিনের মতো তাকে চিকিৎসা দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় অসুস্থ বানরটিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বানরটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, অসুস্থ বানরটি গত শনিবার প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এ সময় বানরের শরীরের পিঠে গভীর ক্ষত দেখা যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে বানরটি বনে চলে যায়। পরদিন (রবিবার) বিকেলে বানরটি আবার হাসপাতাল এলাকায় আসে। ওইদিন বানরটিকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপর বানরটি আবার হাসপাতালে চলে যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, সোমবার সকালে বানরটি আবার হাসপাতালে আসে। এ দিনও তাকে চিকিৎসা দেওয়া হয়। এদিকে বানর ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগে। একপর্যায়ে তার ক্ষত গুরুতর হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় তারা বানরটিকে ধরে নিয়ে যায়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু জানান, বানরটিকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যান্ডেজ খুলে তার ক্ষত গুরুতর দেখা যায়। পরে সোমবার বিকেলে সিভাসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।