দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম (বীর উত্তম) সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হয়ে ৫০ বছরের বিতর্কিত ঘটনাবলির ওপর আলোকপাত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির বক্তব্য নতুন করে দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে।
মেজর ডালিমের সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়া এবং জনমনে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। চায়ের টেবিল থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট সেকশন, সর্বত্রই চলছে এ বিষয়ে তুমুল আলোচনা। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এরই মধ্যে, সোমবার সন্ধ্যায় মিনহাজুল আরেফিন সিদ্দিক নামের এক ব্যক্তি নিজের ফেসবুক স্ট্যাটাসে জানান, তাকে অনলাইনে ভুলবশত মেজর ডালিম বলে চিহ্নিত করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। আর বট বাহিনী ঝাঁপিয়ে পড়েছে আমার প্রোফাইলে।”
সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়। রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি ৬৩৫ বার শেয়ার হয়েছে এবং ৫৪৪ জন মন্তব্য করেছেন। অনেকেই তাকে মজা করে পরামর্শ দিয়েছেন, এই সুযোগে ফেসবুক আইডি ভেরিফাইড করে নেওয়ার।
এই ঘটনাটি নতুন করে প্রমাণ করছে, সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য কত দ্রুত একটি সাধারণ মানুষকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে।