বাংলাদেশে বর্তামানে একটি বিষয় নিয়ে সব থেকে আলোচনা সমালোচনা হচ্ছে। আর তা হলো জ্বালানী তেলের দাম অসহনীয় মাত্রায় হঠাৎই বৃদ্ধি পাওয়া। আর এ নিয়ে এখন সারা দেশে চলছে একটি অসহ্য চাপা ক্ষোভ। এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-
ঘুম থেকে উঠে দেখি, অপরিচিত কয়েকজন ইনবক্সে টেক্সট দিয়েছেন। টেক্সটগুলো অনেকটা এই রকম, শুধুতো সরকারের দালালি করেন।জ্বালানি তেলের দাম নিয়ে কিছু লিখেন।আবার কিছু লিখলে এইলোকগুলোই বলেন, থাকেনা’তো আমেরিকাতে! ওখানে বসে বড় বড় জ্ঞানের কথা বলাই যায়।
আর লিখবোই বা কি। কাল দোকানে গিয়ে দেখি ডিমের দাম, পেঁয়াজের দাম ডাবল। তেলের দাম সেই যে দ্বিগুন হয়েছে, দাম কমার কোন নাম গন্ধ নেই। দ্রব্যমূল্য নিয়ে নিজেই হাজার প্যারায় আছি, প্রতিদিন দাম বাড়ছে।দেশ নিয়ে আর কি বলবো,আমেরিকাতেই নাভিশ্বাস উঠে গেছে।
তবে হ্যা, এই টুকু বলতে পারি, জ্বালানি তেলের দাম নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ বিক্ষুব্ধ। তাদের গায়ে বিএনপি জামাত ট্যাগ দেয়ার মোটা বুদ্ধি যারা বের করেছেন, তারা দলেরই ক্ষতি করছেন। জ্বালানি তেলের দাম সবাইকেই ক্ষতিগ্রস্ত করেছে। মানুষ বিক্ষুব্ধ হবেই, এখান থেকে পরিত্রানের উপায় বের করতে হবে। দাম বাড়ার কারণগুলো গায়ের জোরে না বুঝিয়ে, যুক্তি দিয়ে বুঝতে হবে।
প্রসঙ্গত, গেল কয়েকদিন আগে কোন ধরনের পূর্ব ঘোষনা ছাড়াই সরকার সব ধরনের জালানী তেলের দাম বাড়িয়ে দেয়। এরপর থেকেই ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। বিশেষ করে দেশের অর্থনিতীর বর্তমান বেহাল অবস্থা থেকে উত্তরনের কারনেই মুলত এ দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।