Thursday , January 2 2025
Breaking News
Home / National / ঘটা করে ঢাকা-কানাডা ফ্লাইট শুরু, একবার যাওয়া আসায় খরচ ১ কোটি ৬৫ লাখ

ঘটা করে ঢাকা-কানাডা ফ্লাইট শুরু, একবার যাওয়া আসায় খরচ ১ কোটি ৬৫ লাখ

কানাডা অনেকের কাছে একটি স্বপ্নের দেশ। বিশেষ করে যারা প্রবাস জীবন বেছেঁ নেয় তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে কানাডা। বাংলাদেশ থেকে কানাডার সরাসরি কোন ফ্লাইট ছিল না বাংলাদেশ বিমানের। তবে সেই খড়া ঘুচিয়ে গেল কয়েকদিন আগে উদ্বোধন হয় ঢাকা-কানাডা ফ্লাইটের।

দেশ থেকে যাওয়ার পথে বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে থামে। সেখান থেকে সরাসরি কানাডার রাজধানী টরন্টো। ফেরার পথে কোনো স্টপওভার ছাড়াই সরাসরি ফ্লাইটগুলো বাড়ি ফিরে যায়। এই রাউন্ড ট্রিপে বিমানটি ১৯৫ টন জেট ফুয়েল খরচ করে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ সম্মেলনে বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদ হোসেন এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাংলাদেশে বর্তমানে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৮০ টাকা। বাংলাদেশ থেকে টরন্টো যেতে বিমানের জ্বালানি খরচ হয় ১০৫ টন বা ১ লাখ ৫ হাজার লিটার। এর বাজার মূল্য ৮৯ লাখ ২৫ হাজার টাকা।

অন্যদিকে টরন্টো থেকে ফিরতি ফ্লাইটে ৮৫ থেকে ৯০ টন তেল খরচ হয়। সে অনুযায়ী খরচ হয় ৭২ লাখ ২৫ হাজার থেকে ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

ফলস্বরূপ, বিমান দ্বারা ১৯৫ টন জেট জ্বালানী খরচ হয়। এর বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা।

প্রসঙ্গত, ঢাকা-কানাডা বিমান চালু করে কতটুকু লাভ করতে পারে বাংলাদেশ বিমান সেটাই এখন দেখার বিষয়। আর এই কারনেই ঢাকা-কানাডা ফ্লাইটের খরচ নিয়ে এখন উঠছে নানা ধরনের সব প্রশ্ন।

About Rasel Khalifa

Check Also

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

সম্প্রতি টিকটকে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও শেয়ার করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *