রাস্তা ঘাটে চলা ফেরা করতে গেলে ভুলত্রুটি হওয়াটা সাভাবিক। তবে সেই ভুলের জেরে সাধারন মানুষের প্রতি অমানবিক অচারণ করাটা অন্যায়। সম্প্রতি এক গাড়ি চালকের সাথে অমানবিক আচরণ করে বিপাকে তরুণী। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণই বিপাকে পড়েন সেই তরুণী।
সংবাদ সূত্রে জানা যায় ওই তরুণী ৯০ সেকেন্ডে ১৭টি চড় মেরেছেন ওই চালককে! সামান্য কারণে অটোচালককে এভাবে আঘাত করলেন সেই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডায়। জানা গিয়েছে, ওই মহিলার গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। আর এই সামান্য ব্যাপারটা নিয়েই হুট করে গাড়ি থেকে বেরিয়ে এলেন। এরপর তিনি অটোচালকের ওপর উঠে যান। তাকে একের পর এক চড় মারতে থাকে। কথা বলতেও পারছিলেন না। ওই মহিলা তাকে মারধরই করেননি, অটো চালকের পকেট থেকে সমস্ত টাকাও ছিনিয়ে নেন। তবে বেচারা অটোচালকের এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে। টুইটার ও ফেসবুকে নারীর এমন নিষ্ঠুর আচরণের নিন্দা করছেন ব্যবহারকারীরা।
মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়ডার একটি বাজারের কাছে ওই মহিলা গাড়িটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়িটির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। এরপর গাড়ি থেকে নেমে আসেন ওই নারী। খুব ফাইটিং ফিগার। একের পর এক চড়। মহিলাটি কলার ধরে বেচারা ড্রাইভারের উপর ঝাঁপিয়ে পড়ল। ক্ষমা চাওয়ারও চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু সেসব কথা কে শোনে? একের পর এক চড়।
পুলিশ জানিয়েছে, খুব কম ধাক্কা লেগেছে। কোনো যানবাহনের গুরুতর ক্ষতি হয়নি। কিন্তু তারপরও ওই নারী অযৌক্তিকভাবে চালকের ওপর চড়াও হন। পুলিশ ইতিমধ্যেই ওই নারীকে গ্রেপ্তার করেছে। তবে সূত্রের খবর, শুধু মারধর করেই থেমে থাকেননি ওই মহিলা। চালকের পকেট থেকেও টাকা নেন। গালি দেয় এবং যা খুশি বলে। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে অটো চালক যদি একটি চড়ের জবাবও দিতেন তবে তিনি জেলে যেতেন। পুরুষদের জন্য আইনের কঠোর সংস্করণ সম্পর্কে অনেকেই মন্তব্য করেছেন।
চড় মারার কারণে বিষয়টি থানা পর্যন্ত পৌছায়নি। জরিমানা বাবত বিপুল পরিমান অর্থ হাতেয়ে নিয়েছেন ওই তরুণী। যদিও ওই নারীর গাড়ির কোন প্রকার ক্ষয় ক্ষতি হয়নি। যার জন্য পুলিশ ওই নারীকে আটক করে। পুলিশের ধারনা ওই নারী এভাবেই দূর্ঘটনার নাটক করে অন্যের টাকা পয়সা হাতিয়ে নেয়।