Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / গ্রেফতার হলেন সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই, জানা গেল অভিযোগের বিষয়

গ্রেফতার হলেন সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই, জানা গেল অভিযোগের বিষয়

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার দূর্নীতি মামলার আসামী ও সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে ( Khandaker Mohtesham Hossain Babar ) গ্রেপ্তার করেছে পুলিশ। ( police. ) আজ (মঙ্গলবার) অর্থাৎ ৮ মার্চ ( March ) সকালের দিকে মো. আলীমুজ্জামান ( Md. Alimuzzaman ) যিনি ফরিদপুর জেলা পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত তিনি দেশের একটি স্বনামধন্য গনমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছিল বলে পুলিশ জানায়।

অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা ( Jamal Pasha ) জানান, সোমবার ( Monday ) (৭ মার্চ ( March )) বিকেল ( Afternoon ) ৩টার দিকে তাকে ঢাকার একটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেল ( Afternoon )ে ফরিদপুরের ( Faridpur ) কোতয়ালী থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ। ( police. ) সেখানে বিস্তারিত জানা যাবে।

এর আগে, ২০২১ সালের ৩ মার্চ ( March ), সিআইডি পুলিশ ( CID police ) ২০০০ কোটি টাকার চোরাচালানের মামলায় বাবর সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ( Uttam Kumar Biswas ) ঢাকা মহানগর হাকিম আদালতে সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন এপিএস এএইচএম ফুয়াদ ( AHM Fouad ), খন্দকার নাজমুল ইসলাম লেভি ( Khandaker Nazmul Islam Levy ), আশিকুর রহমান ফারহান ( Ashikur Rahman Farhan ), ফাহাদ বিন ওয়াজেদ ( Fahad bin Wazed ) ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড ( Kamrul Hasan David ), মোহাম্মদ আলী দিদার ( Mohammad Ali Didar ) ও তরিকুল ইসলাম ( Tariqul Islam ) নাসিম।

প্রসঙ্গত, বাংলাদেশে ( Bangladesh ) বর্তমান অর্থ পাচার হাহামেশাই ঘটে চলেছে, যা কাম্য নয়। টাকা পাচারের মামলাগুলোর দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে, এমনটাই দাবি এদেশের সুশীল সমাজের। সরকারের যে সকল প্রতিষ্ঠান দূর্নীতি নিয়ন্ত্রনের দায়িত্বে আছেন তাদের আরো সচেতন হতে হবে।যথাযথ জবাবদিহিতার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকান্ড সম্পূর্ন করার জন্য সরকারকে কাজ করতে হবে, এমনটিই সকল শ্রেনীর মানুষের প্রত্যশা।

About bisso Jit

Check Also

পদ্মা সেতুতে শেখ হাসিনাকে নিয়ে সারজিস আলমের ব্যঙ্গাত্মক পোস্ট ভাইরাল

২০২২ সালে পদ্মা সেতুর উদ্বোধনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *