বহুদিন ধরেই তামিল সিনেমায় অভিনয় করছেন বিনায়কন। দক্ষিণী এই অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য ইতিমধ্যে পুরস্কার এবং প্রশংসা উভয়ই জিতেছেন। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘জেলার’ সিনেমা। এতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন বিনায়কন। সম্প্রতি তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, মদ্যপ অবস্থায় কেরেলার এর্নাকুলাম নর্থ থানায় তাণ্ডব করার অভিযোগেই মূলত বিনায়কনকে গ্রেপ্তার করেছে অউলিশ। অভিনেতা যে বাসভবনে থাকেন, সেখান থেকে তাঁর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এতে বলা হয়েছে যে বিনায়কন নেশাগ্রস্ত ছিলেন। এই অভিযোগ পেয়েই বিনায়কনকে থানায় নিয়ে আসা হয়। দক্ষিণী এই তারকা সেখানেও তাণ্ডব শুরু করেন। মূলত এর কারণেই বিনায়কনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নৃত্যশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বিনয়কান। পরে পরিচালক থাম্পি ‘মণিথিরকম’ সিনেমায় তাকে অভিনয়ের সুযোগ দেন। সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। তখন থেকেই বিনায়কের অভিনয় জীবন শুরু হয়। এরপর থেকে তিনি বিভিন্ন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়।
প্রসঙ্গত, রজনীকান্তের সিনেমা ‘জেলার’-এ গ্যাংস্টার বর্মনের ভূমিকায় অভিনয় করেছিলেন বিনয়কান। গ্রেফতারের পর বিনায়কের ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে।