দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় খুলনার একটি বাসা থেকে পুলিশ তার মা ও অন্য দুইজনকে আটক করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত একজন শিক্ষার্থী ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গত ১৪ আগস্ট সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মা’রা যান। এ সংক্রান্ত একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজে প্রকাশিত হয়।
ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ তার ফেসবুক পেজে এনবিসি নিউজের প্রতিবেদনটি শেয়ার করে লিখেছে, “মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান।”
ওই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ সত্য কি না সে বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কোনো মন্তব্য নেই। কিন্তু আমরা সাধুবাদ জানাই। কারণ সংবাদ প্রকাশের আগে গণমাধ্যম সংস্থা (এনবিসি নিউজ) তিনটি সরকারি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছিল। এটা সাংবাদিকতার সততার লক্ষণ।
এদিকে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘জামায়াত-শিবিরের কর্মী’ এবং ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে’ অভিযুক্ত। তবে পরিবারের সদস্যরা বলছেন, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন।