সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ‘কো’ভি”ড-১৯ পরীক্ষার ভুল রিপোর্ট দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সেই আরিফুল হক চৌধুরী ও ডা. সাবরিনা চৌধুরীসহ আট আসামির কি সাজা হবে, তা হয়তো জানা যাবে আজ মঙ্গলবার (১৯ জুলাই)। ইতিমধ্যে আসামিদের প্রত্যেককে আদালতে উপস্থিত করা হয়েছে বলে জানা গেছে।
দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ মামলার রায় ঘোষণা করবেন। আসামিদের ইতিমধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
এদিএ গ্রেপ্তারের ঠিক আগের দিন অর্থাৎ ১১ জুলাই সর্বশেষ ফেসবুকে কিছু পোস্ট করেছিলেন সাবরিনা। সেদিন তিনি ফেসবুকে লিখেছিলেন, “সত্য মিথ্যার লড়াই এ দেরীতে হলেও সত্যের জয় অবসম্ভাবী!”
এ মামলায় দোষী সাব্যস্ত হলে, তাদের মোট ২১ বছর ৬ মাসের জেল হতে পারে।
এই ধারাগুলির একটিতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
আরিফুলকে গ্রেপ্তারের পর গত ২০২০ সালের ১২ জুলাই পুলিশের জালে ধরা দেন সাবরিনাকেও। এই মুহুর্তে আদালত চত্তরেই রয়েছেন তারা। তবে তাদের কি সাজা হতে পারে, তা নিয়ে রীতিমতো কৌতুহল সাধারন জনগণ।