ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় মিডল্যান্ড এজেন্ট ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট নম্বর থেকে কয়েক কোটি টাকা চুরি করেছে ব্যাংকের ব্যবস্থাপক অলোক মণ্ডল।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিডল্যান্ড ব্যাংকের মালিগ্রাম শাখার সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা। ২৬ ডিসেম্বর, গ্রাহকরা অফিসে তালাবদ্ধ দেখতে পান এবং জানতে পারেন মিডল্যান্ড এজেন্ট ঝাতুর্দিয়া শাখার ব্যবস্থাপক অলোক মণ্ডল পালিয়ে গেছেন। হঠাৎ করে ব্যবস্থাপকের পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীরা। শত শত গ্রাহকের জমাকৃত টাকা হারিয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ব্যাংক ও থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আসামিরা হলেন (১) ভাঙ্গা থানার চন্দ্রা ইউনিয়নের চন্দ্রা গ্রামের মৃত অনিল মন্ডলের ছেলে অলক মন্ডল। রাজবাড়ী জেলার চান্দনা গ্রামের সিরাজ শেখের ছেলে জাহাঙ্গীর শেখ মো. এবং ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের বাচ্চু মাতাব্বরের ছেলে মিঠুন মাতুব্বর মো.
সুদির গোয়লা বলেন, অলোক মণ্ডল বেশি লাভের প্রলোভন দেখিয়ে ৪৫ লাখ টাকার এফডিআর করতে বলে। আমরা FDR বিশ্বাস করি। এখন টাকা দিয়ে আমাদের সব সঞ্চয় চলে গেছে। এখন আমাদের কি হবে! তিনি জানান, অলোক মণ্ডল টাকা নিয়ে সপরিবারে ভারতে চলে যান।
ভাঙ্গা উপজেলার ঝাতুরদিয়া গ্রামের মনিরা বেগম জানান, আমার দশ বছরের কষ্টের ১ লাখ ২০ হাজার টাকা জমা দিয়েছি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা উপজেলার মালিগ্রাম মিডল্যান্ড ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আসিফ ইকবাল বলেন, বেশ কয়েকজন গ্রাহক আমার কাছে আসেন। তাদের কাছ থেকে বিস্তারিত শুনলাম। আমি তাদের কাগজপত্র দেখেছি। তাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।