১৩ বছর ধরে পলাতক থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রায়হানকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান জয়পুরহাট জেলার ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়হানকে ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াটার গ্রামে ৪৮০ বোতল ফেনসিডিলসহ আটক করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করে। এরপর তিনি জামিনে বের হয়ে আত্মগোপন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ২৯শে আগস্ট জয়পুরহাট জেলার বিশেষ ট্রাইব্যুনাল আদালত রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে র্যাব তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয় এবং গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।