যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গু’লিতে এক বিজিবি সদস্য নিহত হওয়াকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি? সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘না, এগুলো নিয়ে আলোচনা হয়নি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’
সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে যশোরের বেনাপোলের ধান্যাখোলা সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ-এর গুলিতে বাংলাদেশ বর্ডার গার্ড ফোর্সের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।