স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এরআগে তাকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তার বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগ তুলেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৩ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।
তিনি বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ১০ শতাংশ ভোট ৪০ শতাংশে পরিণত করার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত আছেন।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে তিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই এই মোঃ জাহাঙ্গীর আলমকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।