মধ্যরাতে হঠাৎ সংবাদ সম্মেলনে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
রিজভী বলেন, জনসভায় বাধা দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র কাজ করবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবারের সমাবেশ সফল হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক নজিবুল হকসহ একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপির এই নেতা।
এদিকে সরকারের পদত্যাগের দাবিতে আজ (বুধবার) রাজধানীতে জনসভা ডেকেছে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিতে পারে বিএনপি। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীদের নয়াপল্টনের সমাবেশে যোগ দিতে বলা হয়েছে।