বিগত অনেকদিন ধরেই নাকের সমস্যায় ভুগছেন বাংলা ছোট পর্দার অত্যন্ত স্বনামধন্য অভিনেত্রী শবনম ফারিয়া। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এই মুহূর্তে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সবার প্রিয় এই অভিনেত্রী।
এরই মধ্যে তার অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকেই শারীরিক অবস্থার কথা জানিয়ে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।
সোমবার (২৮ নভেম্বর) রাতে ফারিয়া তার ক্যানোলা হাতের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “অস্ত্রোপচার হয়েছে কিন্তু অ্যানেস্থেসিয়া এবং ব্যথানাশক ওষুধ খেয়ে আমার মাথা ঘোড়া থামেনি।” আমার সকল শুভাকাঙ্খীদের ধন্যবাদ।
অভিনেত্রীর ভাষ্যমতে, ডাঃ কেকে হান্ডা বলেছেন, আগামীকাল তারা আমার ব্যান্ডেজ খুলে ফেলবেন। কিন্তু পরবর্তী ৭-১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে।
দোয়া চেয়ে ফারিয়া বলেন, এটা হয়ে গেলে বাসায় ফিরতে পারবো। আমার জন্য দোয়া করবেন।
ফারিয়া দীর্ঘদিন ধরে নাকের সমস্যায় ভুগছিলেন। বেশির ভাগ সময়ই তার শ্বাস নিতে কষ্ট হতো। ভারতে ডাক্তার দেখিয়ে জানতে পারেন তিনি নাকের জটিল রোগে ভুগছেন।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, প্রায় এক বছর ধরে লক্ষ্য করছি আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এর জন্য অনেক কার্ডিয়াক বিশেষজ্ঞকে দেখেছি। কিন্তু ভারতে ডাক্তার দেখানোর পর আমি নিশ্চিত হলাম যে আমার সমস্যা কার্ডিয়াক নয়, নাকের। আমার নাকে একটি বাঁকা হাড় আছে, এবং এটি দিন দিন বাঁকা হয়ে যাচ্ছে।
চিকিৎসকরা বলেছেন, হাড়টি কেটে ফেললে আমি সুস্থ হয়ে যাব, ইনশাআল্লাহ।
এদিকে শবনম ফারিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খী। তিনি যেন আবারো সবার মাঝে ফিরে আসেন এমনটাই প্রত্যাশা সবার।