প্রখ্যাত গিটারিস্ট এবং অর্থহীন ব্যান্ডের সাবেক সদস্য মিনহাজ আহমেদ পিকলু আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজানোর সময় অসুস্থ হয়ে পড়েন পিকলু। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিকলুর বন্ধু সিফাত আলতামুস গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পিকলু রামপুরার একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। হঠাৎই তিনি অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। এরপর দ্রুত ক্লিনিকে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।”
পিকলু বাংলাদেশের হার্ডরক মিউজিকের একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। আশির দশকে তিনি রকস্ট্রাটা ও জলি রজারস ব্যান্ডে গিটার বাজাতেন। নব্বইয়ের দশকের শুরুতে তিনি কিছুদিন ওয়ারফেজ ব্যান্ডেও যুক্ত ছিলেন। ১৯৯৯ সালে অর্থহীন ব্যান্ডে যোগ দেন পিকলু এবং ব্যান্ডের বহু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন।
অদ্ভুত সেই ছেলে, সূর্য, রাতের ট্রেন, গুটি ফ্রম হেল, নির্বোধসহ অর্থহীনের বহু কালজয়ী গানে তার অবদান শ্রোতাদের মনে আজও অমলিন। কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিষ্য পিকলু তার অনন্য গিটার বাজানোর দক্ষতায় বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতকে সমৃদ্ধ করেছিলেন।
পিকলুর অকালমৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অমর সৃষ্টিগুলো তাকে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরজীবী করে রাখবে।