বাংলাদেশের সংগীত জগতের জনপ্রিয় কন্ঠশিল্পী ড. ইব্রাহিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তাকে মরমী শিল্পী বলেও জানতেন সবাই।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কচুক্ষেতের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। শিল্পী ইব্রাহিম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
‘জীবনে আমার কি আছে’, ‘কোনও দিন তুমি আমায় পাবে’, ‘জীবনের পথে ওগো বন্ধু’, ‘কি কথা বলছ?’, এসব জনপ্রিয় গানের শিল্পী ড. ইব্রাহীম শ্রোতারা এখনো এই গানগুলো গুনগুন করে। ৪১টি অ্যালবামসহ প্রায় ৪৫০টি গান লিখেছেন জনপ্রিয় এই শিল্পী।
তিনি ১৯৭২ সাল থেকে গান করছেন। তার অ্যালবামের মধ্যে রয়েছে ‘কি খায়ে জাবেতা আমার’, ‘বিনোদিয়া’, ‘ভবের মনসুর’, ‘নিস্তুর পৃথিবী’, ‘আর কান্দায়না’, ‘কবর হলো রুহের হোল্ডিং নম্বর’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটিরে দেখে’ প্রভৃতি।অবশেষে ‘ভবদরিয়া’ অ্যালবামটি বের হয় ৪-৫ বছর আগে। অ্যালবামের বেশিরভাগ গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইব্রাহিম।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভক্তরা। তার গানগুলো স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে এমনটাই জানিয়েছেন তারা।