Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / গাছের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী নয়নতারা

গাছের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী নয়নতারা

দক্ষিণ ভারতীয় সিনেমার বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি বিয়ে নিয়ে সামাজিক যোযোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জনের একপর্যায়ে নিজেই স্বীকার করেন, নির্মাতা ভিগনেশ শিবের সঙ্গে বাগদানের পর্ব শেষ করেছেন তিনি। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, ভিগনেশের সঙ্গে বিয়ের আগে নাকি গাছের সঙ্গে বিয়ে হবে তার! আসল খবর কী? ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেল তা।

বরাবরই একটু ব্যক্তিগত জীবনযাপন পছন্দ নয়নতারার। রুপালি পর্দায় অভিনয় দিয়ে নয়নতারা ফুলের মতো ফুটে থাকলেও নিজের কিচ্ছুটি বলতে চান না গণমাধ্যমের কাছে। শুধু তাই নয়, খুব একটা সাক্ষাৎকারও চোখে পড়বে না তার। এমনকি সিনেমার প্রচারেও থাকেন একেবারে কম।

সম্প্রতি তিনি এসেছিলেন একটি চ্যাট শোতে। সেখানেই জানান, মনের মানুষের সঙ্গে বাগদানের কথা। বিয়ে করবেন শিগগিরই। পাশপাশি জানা গেল, বিয়ের আগে সত্যিই গাছের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ‘মাঙ্গলিক’ ইস্যুতে এটি করবেন এই অভিনেত্রী।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আলোচিত একটি বিষয় হলো মাঙ্গলিক যোগ। মঙ্গলগ্রহ এবং তার প্রভাবিত বিভিন্ন কার্যকলাপকে মাঙ্গলিক বলা হয়। মাঙ্গলিক দশা কাটাতে কোথাও কোথাও রীতি অনুযায়ী গাছ, প্রাণী কিংবা অন্য বস্তুর সঙ্গে বিয়ে দেওয়া হয়।

দুই তারকার বিয়ে হতে পারে আগামী ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতে। ভারতীয় গণমাধ্যমগুলো তো এটাই বলছে। যদিও তারা দুজনেই এখন ব্যস্ত ছবি নিয়ে। এমনকি এমন গুজবও শোনা গেছে, বিয়ের পরে আর কাজে ফিরবেন না নয়নতারা। আসলে কী হবে, তা দেখার জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই।

নয়নতারা ও ভিগনেশ শিব এখন কাজ করছেন কাথু ভাকুলা রেন্ডু কাধাল সিনেমায়। এই ছবিতে আরও আছেন বিজয় সেথুপতি ও সামান্থা রুথ প্রভু।

এর পাশাপাশি হিন্দি ভাষার সিনেমায়ও দেখা যাবে নয়নতারাকে। জানা গেছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। যদিও মাদককাণ্ডে ছেলে আরিয়ানের গ্রেপ্তারের পর থেকেই অভিনয় থেকে অনেকটা দূরেই রয়েছেন শাহরুখ। তবে এ সমস্যা সমাধান হলে শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন নয়নতারা।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *