সরকার নয় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গরিব মানুষের টাকা আত্মসাৎ করবেন, আবার এখানে মামলা করলে দোষ।’
রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
চলমান মামলাটি শ্রমিকদের নয়, সরকার করেছে দাবি করে ড. ইউনুস। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, যেসব শ্রমিককে তিনি (ড. ইউনূস) বেতন দেননি, যে শ্রমিকরা তার দ্বারা বঞ্চিত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত- যারা বঞ্চিত তারাই তো মামলা করেছে। এটা সবাই জানে। সরকারকে কেন দায়ী করছে?’
তিনি বলেন, ‘গরিব মানুষের টাকা আত্মসাৎ করবেন, আবার এখানে মামলা করলে দোষ কিসের? মামলা তো করবে, যারা উপেক্ষিত হয়েছে- যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাই মামলা করবে, তারাই মামলা করেছে।’
শ্রমিকরা মামলা করেনি, মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মামলাটি কর্মীদের। সরকার কোনো মামলা করেনি।