বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিপুন অভিনয় দিয়ে কোটি ভক্তের মন জয় করে নিলেও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায় থাকেন আলোচনার শীর্ষে। এদিকে গত বেশ কিছুদিন ধরেই ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমা শুটিং নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন বুবলী। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ।
কিছুদিন আগে সিলেটের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সম্প্রতি সেন্ট মার্টিন ও চেরা দ্বীপের বিভিন্ন লোকেশনে গত কয়েকদিন ধরে ‘প্রহেলিকা’ ছবির গানের দৃশ্যের শুটিং হয়েছে। শুটিং শেষ করে সেন্ট মার্টিন থেকে সাগরপথে কক্সবাজার ফেরার পথে গভীর সাগরে আটকা পড়েন মাহফুজ ও বুবলীসহ ছবির কলাকুশলীরা।
জানা যায়, মঙ্গলবার বিকেলে সমুদ্রপথে চয়নিকা চৌধুরীর নেতৃত্বে তারা কক্সবাজারে ফিরছিলেন। সেন্টমার্টিন থেকে যারা দুপুর আড়াইটায় রওনা হয়েছেন তাদের রাত ১০টায় কক্সবাজারে ফেরার কথা থাকলেও সকাল ৬টায় ফিরেছেন। পাঁচ ঘণ্টা ধরে গভীর সাগরে আটকে ছিলেন বলে জানান পরিচালক।
চয়নিকা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, “আমরা পাঁচ ঘণ্টা ধরে ভূমধ্যসাগরে আটকে আছি। রাত ৯টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আমরা ‘প্রহেলিকা’ টিম কর্ণফুলী ক্রুজ লাইনের এমভি বে ওয়ানে আছি মাঝসমুদ্রে। দূর থেকে দেখেছি, ভাটার কারণে আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কী অবস্থা। কী যে যাচ্ছে সময়টা। সবাই ওপরওয়ালাকে ডাকছে। ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান ও শাহাদাত সোহেল ভাইয়ের পারদর্শিতার কথা বলতেই হয়। কিন্তু আমাদের কাছে পুরোটাই অসম্ভব মিরাকল ছিল।’
উল্লেখ্য, ২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মধ্যে বড় প্রথমবারের মতো পা রেখেই ভক্তের মন জয় করে নেন বুবলী। বর্তমানে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’, ইত্যাদি।