সম্প্রতি গত কয়েকদিন আগেই শ্রীনগরে গভীর রাতে বসতঘরে ঢুকে এক গৃহবধূর সর্বনাশ করার চেস্টা করে বাবুল বেপারি (৪০)। কিন্তু ধস্তাধস্তির একপর্যায় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সেখান থেকে পালিয়ে যান তিনি। তবে পরবর্তীতে ওই গৃহবধূর মেয়েকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক তার সর্বনাশ করার অভিযোগ উঠেছে বাবুল বেপারির বিরুদ্ধে।
তবে এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। তাকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করেন র্যাব সদস্যরা।
এ সময় গৃহবধূর মাদ্রাসাপড়ুয়া ১৪ বছরের কন্যাকে উদ্ধার করা হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর উপজেলার কুকুটিয়া বাজারের পাশে পূর্বপাড়ায় গৃহবধূর সঙ্গে খারাপ কাজের চেস্টার ঘটনায় দায়ের করা মামলার আসামি বাবুল বেপারী বাদীর মেয়েকে অপহরণ করে।
প্রায় ২৪ দিন পর শনিবার রাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম।
এ ব্যাপারে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় গত থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভুগী ওই তরুণীর মা। আর এ মামলার আলোকে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়।