সারা দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য র্যাবের ভূমিকা অপরিসীম। যত বড় অপরাধই হোক না কেন রেবের বুদ্ধি এবং দক্ষতার কাছে হার মানতে হয় তাদের। সারাদেশে দিন দিন বেড়ে চলেছে মাদক ও চোরাচালান কারবার। তাদের নির্মূল করতে সদা প্রস্তুত র্যাব। গোপন সূত্রে খবর পেয়ে সাম্প্রতিক বাড়িতে হানা দিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে রাজধানীর সুত্রাপুরে নারিন্দা।
ঘটনা সুত্রে জানা যায় চতুর্দিকে ওই বাড়ি ঘিরে রেখেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিপুল সংখ্যক র্যাব সদস্য বাড়িটি ঘিরে ফেলে।
সেখানে মাদকের মজুত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে র্যাব সদস্যরা বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে বলেন, নারিন্দার ফকিরচান সরদার কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। বাড়িতে ঢোকার অভিযান চলছে। সেখানে মাদকের বড় চালান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রচারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ওই বাড়িটিতে পাল্লায় পাল্লায় র্যাব সদস্য অভিযান চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তাদের অভিযান চলমান রয়েছে। এখনো পর্যন্ত অবৈধ কোন পণ্য ওই বাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে র্যাব ধারণা করছে এখানে অবশ্যই অবৈধ সম্পদ রয়েছে আমরা খুব শীঘ্রই সেটাকে শনাক্ত করতে সক্ষম হব। আমাদের অভিযান এখনো চলমান।