Sunday , January 12 2025
Breaking News
Home / International / গন্তব্যের কাছে গিয়েই ভেঙে পড়লো বিমান, ভারতীয় ধনকুবেরসহ বেঁচে নেই কেউ

গন্তব্যের কাছে গিয়েই ভেঙে পড়লো বিমান, ভারতীয় ধনকুবেরসহ বেঁচে নেই কেউ

জিম্বাবুয়েতে বিমান দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের হারপাল রনধাওয়া ও তার ছেলে আমের রনধাওয়া নি”হত হয়েছেন। ২৯শে সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়ের একটি হীরার খনির কাছে প্রাইভেট বিমানটি বিধ্ব”স্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা ছয় যাত্রীর সবাই নি”হত হয়। খবর এনডিটিভির

হরপাল ছিলেন একজন খনি শ্রমিক। হারপাল রিওজিম নামে একটি মাইনিং কোম্পানির মালিক ছিলেন।কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

খবরে বলা হয়েছে, হরপাল, তার ২২ বছরের ছেলে আমের সহ ছয়জন যাত্রী ছিলেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমে মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে বিমানটি বি”ধ্বস্ত হয়।

সিঙ্গেল ইঞ্জিনের বিমানটি মুরওয়া হীরার খনির কাছে পৌছানোর কিছু সময় পর বিধ্বস্ত হয়। রিওজিম খনির আংশিক মালিক ছিলেন এই ধনকুবের।

হরপালের ছেলে আমের পাইলট ছিলেন। কিন্তু সেই সময় তিনি বিমান চালাচ্ছিলেন না।

About bisso Jit

Check Also

যুক্তরাষ্ট্রে ভিসা চেয়েও পাননি মোদি, জানুন নেপথ্যের কারণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ভারত কতটা উন্নতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *