মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গত রোববার (২৬ জুন) সকাল ৬ থেকে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেয়ার কথা থাকলেও, যান-বাহনের অধিক চাপের ফলে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই জনসাধারনের জন্য খুলে দেয়া হয় পদ্মাসেতু। আর এদিকে এবার এলো নতুন আরেক খবর।
জানা গেছে, পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। গতকাল শুক্রবার সেতু উদ্বোধনের ৬ষ্ঠ দিনে জাজিরা ও মাওয়া দুই প্রান্ত মিলে এ টোল আদায় হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী আবুল হোসেন জানান, গতকাল (শুক্রবার) সেতুর দুই প্রান্ত দিয়ে ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। ১২ হাজার ৫৯৭টি যানবাহন জাজিরা সীমান্ত অতিক্রম করেছে। এদিক থেকে আদায় করা টোলের পরিমাণ ছিল ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা। অন্যদিকে মাওয়া সীমান্ত দিয়ে আসা ১৩ হাজার ৮০১টি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা।
এদিকে স্বপ্নের পদ্মাসেতু দৃশ্যমান হওয়ায় কম সময়ের মধ্যে গন্তব্যে পৌছাতে পেরে রীতিমতো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। আগে ঘন্টার পর ঘন্টা ফেরিতে কাটিয়ে দিতে হত সবাইকে। কিন্তু পদ্মাসেতু হওয়ায় এখন খুব অল্প সময়ের মধ্যেই নদী পার হতে পারছেন সকলেই।