সাবেক ছাত্রলীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক ফেসবুক পোস্টে তথাকথিত সুবিধাবাদী নেতাদের মন থেকে ডিলিট করার আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাব্বানী লেখেন, “পদ ও চেয়ার নির্ভর সুবিধাবাদী নেতাদের মন থেকে মুছে ফেলুন। কঠিন সময়ে যারা সাধ্যমতো পাশে থাকে, তারাই প্রকৃত নেতা।”
রাব্বানীর ভাষ্যে, কর্মীদের বিপদে যারা দূরে থাকে, খোঁজ নেয় না, ফোন পর্যন্ত ধরতে চায় না—তারা আসলে নেতা নয়, কেবল পদ বা চেয়ারে থাকা ব্যক্তি। তিনি আরও বলেন, আগামী দিনের নেতৃত্ব তাদেরই হাতে যাওয়া উচিত, যারা এই সংকটময় সময়ে সহমর্মিতার পরিচয় দিচ্ছে।
এর আগেও রাব্বানী আওয়ামী লীগের নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত নিয়ে সমালোচনামূলক পোস্ট দিয়েছিলেন। গত ১১ নভেম্বর তিনি দলের বিভিন্ন বিষয়ে একটি সমালোচনামূলক স্ট্যাটাস দেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।