বাংলাদেশের মানুষের কাছে ফুটবল একটি অন্যতম জনপ্রিয় খেলা। কোথাও ফুটবল খেলে অনুষ্ঠিত হবে বলে জানতে পরলে সাধারন জনগনের উচ্ছে পড়া ভিড় লক্ষ করা যায়। তবে সম্প্রতি, মানিকগঞ্জ সদরের ফুটবল মাঠে খেলা দেখতে আসা অন্তত ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনা খুব দূরুত্ব ছড়িয়ে পড়ে।
এ ঘটনা সম্পর্কে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জায়গীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শুক্রবার জাকির হোসেনের বাবা ইউসুফ আলীর গোল্ডকাপ টুর্নামেন্ট খেলা হয়েছে। বজ্রপাতে খেলা দেখতে আসা বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরে মাঠের অন্য দর্শকরা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল এক সংবাদ মাধ্যমকে জানান, বজ্রপাতে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
আহতরা হলেন আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫)। ফাহিম। (১৭), জাহিদুল (৪০), সজিব হোসেন (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮) ও লুৎফর রহমান (৩৫)।
তাদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইর এলাকায় বলে জানা গেছে।
আহত সজিব হোসেন নামে একজন জানান, জাকির হোসেনের বাবা ইউসুফ আলীর নামে আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্ট চলছে জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শুক্রবার খেলা ছিল। খেলা দেখতে মাঠের পাশে দাঁড়িয়ে থাকা একদল দর্শক বজ্রপাতে আহত হন।
এ ঘটায় পর দেশ বাসির উদ্ধেশ্যে সতর্ক বার্ত দিয়ে ওসি আব্দুর রউফ সরকার জানান, বৃষ্টি শুরুর প্রায় আদা ঘন্টা আগে এবং বৃষ্টি শেষ হওয়ার প্রায় এক ঘন্ট পর পর্যন্ত বির্যপাত হতে পারে তাই সবাই সতর্ক থাকুন।