জন্মের পর থেকে ১০ মাস ধরে বাবা কাজী মহিউদ্দিনকে দেখতে দেওয়া হচ্ছে না তার সন্তানকে। এমন অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি রিট পিটিশন জারি করেন। বাবার অভিযোগের ভিত্তিতে ও আদালতের নির্দেশে সোমবার ১০ মাসের সন্তানকে নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে হাজির হন মা সাদিয়া সুলতানা।
পরে আদালতের নির্দেশে তাদের একটি কক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয়। সেখানে অভিভাবকরা নিজেদের মধ্যে কথা বলেন এবং পরে আদালতে বলেন, তাদের মধ্যে ইগোস্টিক সমস্যার কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে তারা ভবিষ্যতে কথা চিন্তা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আর এ সময় কাজী মহিউদ্দিনকে তার সন্তানকেও দেখতে দেওয়া হবে।
এ সময় বাবা-মা দুজনেরই সংসার জোড়া লাগানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখে অত্যন্ত খুশি হন এবং উভয়কে চকলেট দেন। ছয় মাস পর তাদের অবস্থা আদালতকে জানাতে বলেন হাইকোর্ট। এ সময় আদালতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় আদালত সন্তানকে সপ্তাহে দুই থেকে তিন দিন মায়ের বাড়িতে গিয়ে দেখে আসতে বলেন। সেই সঙ্গে সন্তানের কথা বিবেচনা করে তাদের সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শও দিয়েছেন হাইকোর্ট।