Wednesday , November 13 2024
Breaking News
Home / Law / খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেশ ছাড়লেন সেই দুই পুলিশ

খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেশ ছাড়লেন সেই দুই পুলিশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় দুই সাক্ষী কানাডার রয়্যাল পুলিশের দুই সদস্য বাংলাদেশ ছেড়ে নিজ দেশে চলে গেছেন।

বুধবার (১ নভেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার রয়্যাল পুলিশের দুই সদস্য কেভিন দুগ্গান ও লয়েড শোয়েপ কানাডার উদ্দেশ্যে রওনা হন।

এর আগে ২৮ অক্টোবর রাতে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় আসেন তারা। পরে ২৯ অক্টোবর কানাডার রয়্যাল পুলিশের দুই সদস্য অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খানের সঙ্গে দেখা করেন।

সোমবার (৩০ অক্টোবর) কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে তারা সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য নেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

প্রসঙ্গত, কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

About Rasel Khalifa

Check Also

খতনা করতে গিয়ে শিশুর মৃত্যু, ২ চিকিৎসকের জন্য আদালত থেকে এল যে নির্দেশ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী আহনাফ তাহমিন আয়হাম (১০) খতনা করাতে গিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *