আইনমন্ত্রী আনিসুল বলেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে জানান, বিএনপি সভানেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর যে আইনগত দিক রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
আজ (বুধবার) অর্থাৎ ৮ ডিসেম্বর গুলশানে তার দফতরে আবরারের বিচারের রায়ের প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে তিনি এই কথা বলেন।
আনিসুল হক বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের সুপারিশ করা পদ্ধতিতে অন্য কোনো দেশে মুক্তি দেওয়ার নজির আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই সিদ্ধান্ত জানানো হবে।
আবরার হ’/ত্যা মামলার রায়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ রায়ে ন্যায়বিচার হয়েছে। প্রসিকিউশন টিম ও বিচার বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা। রায়ে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন রয়েছে।
আনিসুল হক বলেন, আমরা তাড়াতাড়ি কাজ শুরু করব যেন পেপার বুক তৈরির জন্য হাইকোর্টে বিলম্ব না হয়।
এদিকে জানা গেছে, খালেদা জিয়ার রক্তক্ষরনের পরিমান ফের বেড়েছে এবং এ বিষয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তার চিকিৎসকেরা। বিএনপি’র তরফ থেকে তাকে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আ.লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে এবং একটি অস্থির পরিস্থিতি করার চেষ্টা চালাচ্ছে।