বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আজকের সিদ্ধান্তে আবারো প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন নেই। এর মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার প্রতি ভয়ংকর তামাশা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন রোববার (১ অক্টোবর) বাতিল করেছে আইন মন্ত্রণালয়। তারা বলেন, বিদেশে যেতে হলে প্রথমে তাকে কারাগারে যেতে হবে তারপর আদালতে আবেদন করতে হবে।
এরপরই এসব কথা বলেন কায়সার কামাল। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আইনমন্ত্রী আনিসুল হক এই সিদ্ধান্ত নিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্ট বলা আছে, নির্বাহী কর্তৃপক্ষ চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যেতে পারে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, আজকে অবৈধ ও অনির্বাচিত সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে। যদিও জাতীয় ও আন্তর্জাতিক আইনে বলা আছে বন্দীদের মুক্তি দেওয়া যেতে পারে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তবে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত জাতির সাথে চরম প্রতারণা। কারণ, সাবেক প্রধানমন্ত্রীর আবেদন বিবেচনা করা হবে বলে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, সেই পরিপ্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার আবেদন করেন। কিন্তু তা আইনগতভাবে বিবেচনা করা হয়নি। এটাকে রাজনৈতিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে আমরা প্রতিশোধের ফল দেখতে পাচ্ছি।