Wednesday , November 13 2024
Breaking News
Home / Entertainment / খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী, বললেন এটা আমার জন্য সৌভাগ্যের

খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী, বললেন এটা আমার জন্য সৌভাগ্যের

বঙ্গবন্ধুর বায়োপিকে এরই মধ্যে যুক্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক ঝাক নামিদামি তারকা। যেখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরিফিন শুভকে, এবং অপরদিকে এতে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে দেখা যাবে শেখ হাসিনার একটি চরিত্রে অভিনয় করতে। এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে রয়েছেন নুসরাত ইমরোজ তিশাসহ একাধিক গুণী তারকা। আর এরই জরে ধরে এবার ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে নাম লেখালেন দেশের আরেক সাড়া জাগানো অভিনেত্রী এলিনা শাম্মী। তাকে দেখা যাবে বেগম খালেদা জিয়ার চরিত্রে।

সোমবার বিকেলে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা শাম্মী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এলিনা শাম্মী বলেন, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য সোমবার বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম। এতে বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।’

তিনি বলেন, ‘এটা নিসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

চলতি বছরের মার্চেই এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা সংক্রমনের ফলে গত কয়ে মাস ধরে শুটিং বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে করোনা রেশ কাটিয়ে আবারও সিনেমাটির শুটিং চলছে। আর সেহেতু আগামী ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

About

Check Also

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে সমালোচনা, মুখ খুললেন ফারুকী

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের পরিপ্রেক্ষিতে তার স্বামী নির্মাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *