আ.লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার ছাত্রলীগের একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মঞ্চে অবস্থান করছিলেন এবং তিনি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এই ঘটনার পর বিষয়টি নিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা মন্তব্য করেছেন। তবে তার এই বিষয়টি নিয়ে রসাত্মক মন্তব্য করা থেকে বাদ যাননি পিনাকী ভট্টাচার্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের মঞ্চ ভেঙে পড়ে যাওয়া নিয়ে একটি পোস্ট করেছেন। তার সেই পোস্ট হুবুহু তুলে ধরা হলো-
কাদের সাহেব বক্তৃতা দিতে দিতে মঞ্চ ভাইঙ্গা পইড়্যা গ্যাছে। মানুষ দুঃখপ্রকাশ করবে, সমবেদনা জানাবে। কিন্তু খোদার কী কাম। মানুষ উল্লাস করতেছে।
ওবায়দুল কাদেরের মঞ্চ ভেঙে পড়ায় জামায়াত বিএনপির নেতাদের নামে মামলা দিলে বিস্মিত হইয়েন না। বজ্রপাতের পরে যদি বিএনপি জামায়াতের নেতা কর্মীদের নামে না”শকতার মামলা দেয়া যায় তাহলে খালেদা জিয়ার নামে বান মেরে মঞ্চ ভেঙে দেয়ার মামলা দেয়া যাবে না কেন?
স্মার্ট শব্দটা শুধু উচ্চারণ করছে, বাংলাদেশ উচ্চারণ করার ফুসরৎ পান নাই ওবায়দুল কাদের সাহেব। হাসিনা স্মার্ট বাংলাদেশ বানানোর ফুসরৎ পাবে কি?
ওবায়দুল কাদেরকেই সব কাফফারা দিতে হবে কেন? কেন তার মিটিং এ লোক হবেনা। কেন তার মিটিং এ কোন ডিসিপ্লিন থাকবে না। কেন তার মঞ্চ ভেঙ্গে পড়বে? এমন হলে উনি খেলবেন কীভাবে?
উল্লেখ্য, ওবায়দুল কাদের মঞ্চ ভেঙে পড়ে গেলে, তাকে রক্ষা করতে তার আশেপাশের নেতাকর্মীরা এগিয়ে আসেন। এরপর তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। বেশ কয়েকজন নেতাকর্মী সামান্য আহ”ত হন বলে জানা গেছে। তবে কারও গুরুতর কোন সমস্যা হয়নি।