পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারা তাদের বর্তমান দায়িত্ব ছাড়াও এই দায়িত্ব পালন করবেন। রুলস অব বিজনেসের কর্তৃত্বে প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য থাকলেও ওই মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী থাকায় সেখানে কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।
এদিকে, তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ আজ গ্রহণ করা হয়েছে। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
আর প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হলেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
গত ১৯ নভেম্বর তারা পদত্যাগপত্র জমা দেন। পরদিন মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, পদত্যাগ করা মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এবং পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন। এখন পদত্যাগপত্র গ্রহণের মাধ্যমে তা কার্যকর হয়েছে।