চট্টগ্রাম বন্দরে খালি কনটেইনারে লুকিয়ে ফের বিদেশে যাওয়ার চেষ্টাকালে ক্রুদের হাতে ধরা পড়েছেন এক যুবক। গতকাল লিটনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আটক হওয়া লিটন মোল্লা (২৩) বৈধভাবে পাস নিয়ে বন্দরে প্রবেশ করে জাহাজে লুকিয়ে সিঙ্গাপুরে চলে যায়। সমুদ্রের মাঝখানে তৃষ্ণার্ত হলে পানি পান করতে কন্টেইনার থেকে বের হয়ে ক্রুদের হাতে ধরা পড়েন তিনি।
পরে তাঁকে ওই জাহাজে করেই সিঙ্গাপুর নেওয়া হয় এবং ফিরতি ট্রিপে চট্টগ্রাম বন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে লিটনকে বন্দর থানায় হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদী হয়ে লিটনের বিরুদ্ধে মামলাটি করেন। গতকাল রাতে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেন।
বন্দর থানার ওসি জানান, লিটন পেশায় চালক। তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার মাশালিয়া গ্রামের মো. ফারুক মোল্যার ছেলে।
মামলার হলফনামা থেকে জানা যায়, লিটন ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ভোটার আইডি কার্ড, ছবি ও ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিয়ে পোর্ট গেট পাসের জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই করে বন্দরে প্রবেশ কার্ড ইস্যু করেন।
তার নামে ইস্যুকৃত গেট পাস নিয়ে ওই দিন বিকেল ৫টা ২৩ মিনিটে চট্টগ্রাম বন্দরের সিসিটি-২ গেট দিয়ে তিনি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেন।