সম্প্রতি ইসলামাবাদ থেকে দেশে ফেরার পথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী বিমানটি খারাপ আবহাওয়ার কারনে দুর্ঘটনার শিকার হয়। তবে পাইলটের বুদ্ধিমত্তায় এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। দেশটির এক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পিটিআইয়ের এক নেতা আজহার মাসওয়ানি।
শনিবার তিনি তার টুইটার স্ট্যাটাসে এমন তথ্য জানান।
এরপর আজহারের বরাত দিয়ে ইমরান খান বিমান দুর্ঘটনার শিকার হয়েছেন বলে অনেক গণমাধ্যম জানিয়েছে। খবরে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ইমরান খান বিমান দুর্ঘটনার শিকার হন।
তবে আজহার মাসওয়ানি নিজেই বলেছেন, এই রিপোর্ট সত্য নয়। দলের আরেক নেতা উমর সুলতানকে উদ্ধৃত করে তিনি বলেন, ইমরান খানের বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে তা সত্য নয়। তিনি বলেন, পিটিআই চেয়ারম্যান পরে সড়কপথে গন্তব্যে পৌঁছান।
এদিকে কত কয়েকদিন আগেই পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বহরের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবসত এ দুর্ঘটনায় তার কেন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানা যায়।