নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন এই নায়ক। এবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মুখ খুললেন তিনি।
রোববার (১৭ সেপ্টেম্বর) সানী তার ভেরিফায়েড ফেসবুকে দাম বৃদ্ধি নিয়ে একটি স্ট্যাটাস দেন।
ক্যাপশনে চিত্রনায়ক লিখেছেন, “সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না রাষ্ট্র।
বর্তমানে সারাদেশে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বলা যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। যদিও মধ্যবিত্তরা কোনো না কোনোভাবে অনেক কষ্টে ম্যানেজ করলেও তা নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে। মূলত এ কারণেই আক্ষেপের সুরে স্ট্যাটাস দিয়েছেন সানি।
ওমর সানীকে শেষ দেখা গিয়েছিল জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ ছবির শুটিংয়ে। ওমর সানী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।