নেত্রকোনার কলমাকান্দায় যৌতুক না দেওয়ায় খাওয়া-দাওয়া শেষে সবাইকে নিয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া বর হাসেন মিয়া (২৫) যৌতুক ছাড়াই বিয়ে করেছেন।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে কাজীকে কনের বাড়িতে ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হাসেন মিয়া উপজেলার খরনাই ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে পাশের রংছটি ইউনিয়নের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় হাসেন মিয়ার। বিয়ে ঠিক হলে কনের বাবা বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। যথাসময়ে বর তার আত্মীয়সহ ৪০ জন বরকে নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের অনুষ্ঠান শুরু হলে বরপক্ষ ৭০ হাজার টাকা যৌতুক চায়। এখানেই সমস্যা দেখা দেয়। কনের পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানালে বরের পরিবার বরকে বিয়ের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। ঘটনার পরদিন শুক্রবার কনের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে বরের চাচা সবুজ মিয়া বলেন, যৌতুকের টাকা নিয়ে আমাদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। কনের বাবা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশও বরের বাড়িতে আসে। শুক্রবার রাতে স্থানীয় মাতবরদের নিয়ে আমরা কাজীকে ডেকে বিয়ে সম্পন্ন করি। বর ও তার পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে আর যৌতুকের প্রয়োজন হবে না।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “শুক্রবার বিকেলে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের সমঝোতার পর শুক্রবার রাতে বিয়ে সম্পন্ন হয়েছে। পুলিশ ব্যাখ্যা করেছে। উভয় পক্ষের কাছে যে যৌতুক দেওয়া এবং নেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ।