বিশ্বব্যাপি ধনী লোকেদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় নানা মহলে।যদিও তাদের মধ্যে এ বিষয়ে নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের অযশ্র টাকা খরচ করাটাকে অনেকেই সমালোচন করেন।কারণ এমন ভাবে টাকা উড়ানোটা অনেকের কাছে অনর্থক বলে মনে করেন।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বড়লোকি ব্যাপারগুলো আমি ঠিক বুঝি না। অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের মতো ধনী লোকদের প্রাকবিবাহ অনুষ্ঠানে ধনী লোকেরা আমন্ত্রিত, সেটা আমার কাছে অত্যন্ত স্বাভাবিক বলে মনে হয়েছে। বলিউডের নায়ক নায়িকারা দামি দামি জামা কাপড় পরে অনুষ্ঠান ঝলমলে করতে যান বা কমেডি করতে যান, সে ঠিক আছে। কিন্তু সিরিয়াস লোকেরা কি উৎসবে আমন্ত্রিত ছিলেন? কোনও বিশ্বখ্যাত শিল্পী সাহিত্যিক বিজ্ঞানী দার্শনিক বুদ্ধিজীবী? আমার চোখে তো পড়েনি! আম্বানি সম্পর্কে আমি বেশি কিছু জানিনা। বিবাহ উপলক্ষে প্রকাশিত খবর দেখে যেটুকু জ্ঞান আহরণ করেছি সেটুকুই সম্বল। ভাল না লাগার অনেক কিছু আছে, যেমন ৬ মিলিয়ন ডলারের বিনিময়ে রিহানার পারফরমেন্স। তারপর, অনন্ত’র হাতঘড়ির দাম নাকি ৬৫ কোটি টাকা, রাধিকার লেহেঙ্গা নাকি ৯৪ কোটি টাকা। কী করে অত টাকা দাম হয় ওসবের বুঝি না। সব কি হীরে দিয়ে বানানো? খরচ করার জায়গার কি সত্যিই অভাব এই ভারতবর্ষে যে যেখানে সেখানে উপুড় করে হীরে ঢেলে দিতে হবে? ভাল লাগার তালিকায় শীর্ষে আছে অনন্তর হাতি সেবা। আহত হাতিদের উদ্ধার করে তিনি তাদের যে আশ্রয় দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, সেবা দিচ্ছেন তার কোনও তুলনা হয় না।