সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং দেশ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ দুর্নীতি। যতদিন আমরা এর শেকল ভাঙতে না পারব, ততদিন আমাদের ফল ভোগ করতে হবে। আর সেটাই ভোগ করতে হচ্ছে এক ইনস্পেক্টরকে।
গদির নিচে দেয়ালে সবখানে শুধু টাকা আর টকা! ১০০ থেকে ২০০০ টাকার নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বাড়িতে। ভিজিল্যান্স কর্মকর্তারা ভারতের বিহার রাজ্যে একজন ড্রাগ ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। নোট গুনতে তাদের কয়েক ঘন্টা লেগেছে।
তবে ওই কর্মকর্তার বাড়ি থেকে কী পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে তার সঠিক হিসাব দিতে পারেননি তারা। ঘটনাটি ঘটেছে শনিবার বিহারের পাটনায়। জানা গেছে, বেহিসাব সম্পত্তি থাকার অভিযোগে পাটনার ড্রাগস ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ওই পরিদর্শকের বাড়ি থেকে এত নগদ টাকা পেয়ে হতবাক সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদক কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ গহনা উদ্ধার করা হয়েছে। যার অধিকাংশই রূপালী। তার কাছ থেকে দুটি বিলাসবহুল গাড়িও জব্দ করা হয়েছে। পরিদর্শককে গ্রেফতার করা হয়েছে।