Tuesday , December 24 2024
Breaking News
Home / Countrywide / ক্ষোভে দল ছাড়লেন আ.লীগ নেতা, যোগ দিলেন নূরের দলে

ক্ষোভে দল ছাড়লেন আ.লীগ নেতা, যোগ দিলেন নূরের দলে

সাবেক ডাকসু ভাইস-প্রেসিডেন্ট নুরুল হক নূরের নতুন গঠিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ নিয়ে নতুন নতুন পরিকল্পনা করে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। তারা দেশের সকল জেলায় তাদের কমিটি করার ঘোষনাও দিয়েছে। ইতিমধ্যে দলটিতে নতুন নতুন নেতাকর্মীরা যুক্ত হতে শুরু করেছে। এবার মাগুরা জেলা শাখায় নুরের দলে যোগ দিলেন জেলার মোহাম্মদপুর উপজেলা পরিষদের সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. বরকত আলী। তিনি মোহাম্মদপুর উপজেলাধীন বাবুখালী ইউনিয়ন এলাকার আড়পাড়া নামক গ্রামের বাসিন্দা।

গতকাল (মঙ্গলবার) সকালের দিকে গনামধ্যমের প্রতিনিধিদের এ বিষয়টি নিশ্চিত করেন বরকত আলী নিজেই।

এর আগে গেল ২৭ ডিসেম্বর রাতে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব নুরুল হক নূরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগদান করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ জোয়ার্দ্দার ও মুহাম্মদ রাসেল।

তারা গণঅধিকার পরিষদের সঙ্গে আজীবন থাকার বিষয়ে অঙ্গীকার করেন। পরে মুখে মিষ্টি দিয়ে নতুনদের স্বাগত জানান দলটির সদস্য সচিব নূরুল হক নুর।

এ বিষয়ে জানতে চাইলে আক্ষেপ করে মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী বলেন, আমি একজন অবহেলিত ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করি। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু কেউ আমাকে দাম দেয় না। কেউ আমাকে মূল্যায়ন করে না। কোনো অনুষ্ঠানে আমাকে ডাকে নাই। সব কিছুতে আমাকে বঞ্চিত করে রেখেছে। আমার থেকে একজন ওয়ার্ড মেম্বারও ভালো অবস্থানে আছে। মনের কষ্টে আমি দল পরিবর্তন করেছি। দেশের মানুষের জন্য কথা বলতে যুব পরিষদের পাশে এসে দাঁড়িয়েছি।

তিনি আরও জানান, আমি গণঅধিকার পরিষদের সঙ্গেই আছি। তাদের চিন্তা পজিটিভ। দল ছোট হলেও জনসমর্থনে বড়।

মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান জানান, প্রায় ২০ বছর আগে ভাইস চেয়ারম্যান বরকত আওয়ামী লীগে যোগদান করেছিল। তবে সে কোনো রাজনৈতিক পদে নেই। ভিপি নুরের দলে যোগদানের বিষয়ে আমি কিছু শুনি নাই। ২০১৯ সালের ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মো. বরকত আলী (চশমা) ৩০ হাজার ৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদের চারটি মূল নীতি ৪টি-গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।
এই ঘোষনা দেওয়ার মাধ্যমে ছাত্রনেতা নুরুল হক নুর এবং রাজনীতিবিদ ডঃ রেজা কিবরিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে “বাংলাদেশ গণ অধিকার পরিষদ” নামে একটি নতুন দল চালু করেছেন, যার লক্ষ্য স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করা এবং গণতন্ত্রের শাসন অনুসরণ করা। ডাকসুর সাবেক সহ-সভাপতি নূর এবং আওয়ামী লীগের প্রয়াত মন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পূত্র বিদেশে প্রতিষ্ঠিত রেজাকে যথাক্রমে সদস্য সচিব ও আহ্বায়ক করা হয়েছে। ঢাকার পুরানা পল্টনে জামান টাওয়ারে তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দল ও এর ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির ৯৮ সদস্যের নাম প্রকাশ করা হয়।

 

About

Check Also

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *