মালয়েশিয়ার পেনাংয়ের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামি বিতর্কিত ভারতীয় ধর্মীয় বক্তা জাকির নায়েকের মানহানির জন্য মোটা অঙ্কের অর্থ জারিমানা প্রদান করেছেন এক ব্যাক্তি। মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রামস্বামী প্রায় ১.৫২ মিলিয়ন রিঙ্গিত প্রদান করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বর রামাস্বামী তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই ক্ষতিপূরণের অর্থ পাঠিয়েছেন। এর আগে গত ২ নভেম্বর পেনাং হাইকোর্টের বিচারক হায়াতুল আকমল আব্দুল আজিজ রামাস্বামীকে ১০ লাখ রিঙ্গিতের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে প্রকাশ্যে জাকির নায়েকের কাছে ক্ষমা চাইতেও বলেন তিনি।
তবে শুক্রবার (০১ ডিসেম্বর) একই বিচারকের হাইকোর্টে ক্ষমা চাওয়ার আদেশ স্থগিত করার আবেদন প্রত্যাহার করে নেন রামাস্বামী। তবে কী শর্তে তিনি আবেদন প্রত্যাহার করেছেন তা জানা যায়নি।
জাকির নায়েক রামাস্বামীর বিরুদ্ধে ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ সালে চারটি মানহানিকর বিবৃতির জন্য মামলা করেছিলেন। সেই সময়ে ‘মালয়েশিয়া কি পলাতক জাকির নায়েককে আশ্রয় দিচ্ছে’ শীর্ষক নিবন্ধ লিখেছিলেন রামাস্বামী। এছাড়াও রামাস্বামীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন জাকির নায়েক।