রাজনৈতিক নানা কর্মকাণ্ডের জের ধরে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আর এদিকে এবার সপরিবারে হজে গিয়ে একটি ক্ষুদ্র ভিডিওবার্তা দিয়ে আবারও সংবাদ মাধ্যমের শিরোনামে এলেন এই সংসদ সদস্য।
শামীম ওসমান রাসুল (সা.) এর রওজা জিয়ারত করেছেন। মদিনায় পৌঁছে তিনি একটি ছোট ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র রওজা মোবারকে আছি। রিয়াজুল জান্নাত। সারা বিশ্বের মুসলিম মুমিনদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।
তিনি বলেন, “আমি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য দোয়া করেছি। নারায়ণগঞ্জের মানুষের জন্য দোয়া করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এদিকে সপরিবারে হজে যাওয়ার আগে গত ২ জুলাই দেশবাসীর কাছে ক্ষমা চাইতে দেখা যায় শামীম ওসমানকে। এ সময়ে তিনি জানান, তিনি একজন মানুষ। তাই মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। সেহেতু যারা তাকে পছন্দ ও অপছন্দ করেন, সবার কাছেই ক্ষমা চান তিনি।