ক্ষমতাচ্যুত হওয়ার পরও থেমে নেই: সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ

ক্ষমতাচ্যুত হওয়ার পরও থেমে নেই আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলটি ফেব্রুয়ারি মাসে হরতাল ও অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করছে। এ বিষয়ে দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাসিম বলেন, “আমরা একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি প্রস্তুত করেছি। এ জন্য বিভিন্ন স্তরের ছাত্র, যুবক, শ্রমজীবী ও মেহনতি মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। ধাপে ধাপে কর্মসূচি পালন করে শেষ পর্যন্ত সর্বাত্মক হরতালের আহ্বান জানাব।”

জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ হারায় প্রায় দুই হাজার মানুষ এবং আহত হয় হাজার হাজার। সেই আন্দোলন দমনে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে নাসিম বলেন, “কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্তের জন্য আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়েছিল। শেখ হাসিনা সেই সময় জাতিসংঘকে তদন্তের সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন।”

ক্ষমতা হারানোর পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যান। অনেকেই এখনও আত্মগোপনে আছেন। নাসিম বলেন, “আমরা আত্মগোপনে আছি। ৫ আগস্ট থেকে শুরু হয়েছে নিধন, হত্যা, গণগ্রেফতার এবং মিথ্যা মামলা। এর মাঝেও জনগণের অংশগ্রহণেই আমরা আন্দোলন সফল করব।”

সরকারবিরোধী আন্দোলন কিভাবে সফল হবে, এমন প্রশ্নের উত্তরে নাসিম দাবি করেন, “আওয়ামী লীগের শাসনামল ছিল দেশের স্বর্ণযুগ। দেশের জনগণ এখন কষ্টে দিন পার করছে। তাদেরই অংশগ্রহণে আমরা সুষ্ঠু আন্দোলন গড়ে তুলব।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নাসিম বলেন, “তৃণমূলের কৃষক ও শ্রমজীবী মানুষের সমর্থনেই শেখ হাসিনাকে বাংলাদেশের মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হবে। তিনি দেশের উন্নয়নে কাজ করেছেন, জনগণ তাকে কখনো ভুলবে না।”

বর্তমানে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে নাসিম সরাসরি কিছু না বলে মন্তব্য করেন, “আমরা আত্মগোপনে আছি। তবে সময়মতো আমরা জনগণের সঙ্গে থাকব। আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে ফিরে আসবে।”