সম্প্রতি মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক ও পরিচালকের বিরুদ্ধে আদালতের কারাডণ্ড দেওয়াকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্নদেশ উদ্বেগ প্রকাশ করেছে। যদিও বিষয়টি নিয়ে সরকারের মধ্যে কোনো মাথা ব্যাথা নেই।কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক সমস্যায় পড়তে পারে সরকার। এ বিষয়টি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
অধিকারের আদিলুর রহমান শুভ্র আর নাসিরুদ্দিন এলানের দুই বছর করে জেইল দিলো কাডাল রানীর আদালত। অনেকেই আশা করছিলো এই দুইজনের রায় হাসিনা হয়তো দেরী করে দেবে। সেটাই সঙত ছিলো হাসিনার জন্য। এখন তো তাকে নানামুখী চাপ মোকাবেলা করতে হচ্ছে। অধিকারের কেইসটা কয়কদিন ফেলায়ে রাখলে তো কোন অসুবিধা ছিলোনা। তার এখন একমাত্র মিশন হচ্ছে একটা যেনতেন ভাবে নির্বাচন করে ফেলা। তারপরে সে রক্ষা পেয়ে যাবে। এইটাই তার স্ট্র্যাটেজি। বিএনপি যাবেনা নির্বাচনে সে জানে, সে বলবে না আসলে আমি কী করবো?আসে নাই কেন? আর বিএনপি যদি ইলেকশনে দাঁড়ায় তাইলে সে মাইরে কাইটে রাস্তায় দাড়াতেই দিবেনা। ৩০০ এমপি ক্যান্ডিডেট থাকলে সে ওই তিনশোকে তো জেলে ভরবেই আরো ছয়শো সাম্ভব্য প্রার্থীকে সে জেলে ভরবে। তারপরে ফাকা মাঠে গোল দিয়ে বলবে আমি জিতসি। তার ধারণা এইটা করে ফেললে চিন রাশিয়া ইন্ডিয়া তারে রক্ষা করবে। তো এই ক্রিটিক্যাল সময়ে সে কেন অধিকারের মামলায় হাত দিলো? এইটা না বুঝলে আমাদের লড়াইটা কতো কঠিন এইটা বুঝতে পারবেন না।