বাংলাদেশের টাইগারদের আইসিসি টি-২০ বিশ্বকাপে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। গত ম্যাচে ভারতের সাথে পরাজয় নিয়ে ক্রিকেট বিশ্ব জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। আজ অর্থাৎ ৬ নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের সাথে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচটিতে বাংলাদেশ জয় পেলে সেমিফাইনালে যাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তবে সেই দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না টাইগারদের। অলরাউন্ডার সাকিব আল হাসানের আউট নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এবার টাইগারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আসিফ নজরুল। তার দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
মোসাদ্দেক, ইয়াসির, নূরুল এরা কি মুশফিক আর মাহমুদুল্লাহ্র- চেয়ে ভাল খেললো? এরা কি কোন বিবেচনাতেই মুশফিকদের চেয়ে বেটার খেলোয়াড় ছিল?
পাপন, সুজন, নান্নু- সাংবাদিকদের উচিত আপনাদের এসব প্রশ্ন করা। ক্রিকেট দলটা দেশের, আপনাদের পৈতৃক নয়। অথচ আপনাদের নিজেদের ইগো আর ইচ্ছের মূল্য দিতে হয় ১৮ কোটি মানুষের স্বপ্নভঙ্গ হওয়ার মধ্য দিয়ে। নিন্দা জানাই।
প্রসংগত, বাংলাদেশ দলের প্রতি অবিচার নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটবোদ্ধারা। তবে যাই হোক ভারতের সাথে বাংলাদেশের ম্যাচের সিদ্ধান্ত একই রয়ে গেছে। এদিকে আজ পাকিস্তানের সাথে জয় পেলে সেটা বাংলাদেশ দলের জন্য হবে বড় ধরনের আশাব্যঞ্জক বিষয়।