বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটে তার বিকল্প তৈরি হয়নি। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের নাম জানতে চাইলে যে কেউ এক বাক্যে তার নাম বলে ফেলবেন।
শুধু দেশের কথা বলা কেন? আসলে তো বিশ্বক্রিকেটেই নেই। কিন্তু বয়স বসে নেই। ৩৬ উত্তীর্ণ হয়েছে। সাকিবও অবসরের চিন্তায় আপ্লুত। ক্রিকেট ছাড়ার আনুমানিক সময়ও ঘোষণা করলেন এই অলরাউন্ডার।
বুধবার রাতে দেশ ছাড়ার আগে একটি বেসরকারি টিভিকে সাক্ষাৎকার দেন সাকিব। টাইগার অধিনায়ক বলেন, খুব বেশি দিন নাও হতে পারে।
আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? জবাবে সাকিব বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত, ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’
সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, এটা কি ওয়ানডে সংস্করণের জন্য? তিনি বললেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডে ম্যাচের জন্য। টি-টোয়েন্টি ফরম্যাটে কতদিন খেলবেন? সাকিবের উত্তর, ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট।’ আর টেস্ট? ‘হয়তো আরও আগেই ছেড়ে দেব’।