বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেসার হিসেবে পরিচিত আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় হাজির হয়ে তাকে বিভিন্ন সময়ে মানসিকভাবে ও শারীরিকভাবে নির্যাতনসহ মোটা টাকা যৌতুক দাবি করে আল আমিন, এমন অভিযোগ করে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, নুসরাত জাহান আজ বৃহস্পতিবার অর্থাৎ ১ সেপ্টেম্বর দুপুরের দিকে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’
অভিযোগপত্রে যা লিখেছেন ইসরাত
তিনি (আল আমিন) ২৫ আগস্ট রাত ১০টার দিকে বাড়িতে এসে ২০ লাখ টাকা যৌতুক এনেছেন কি না জানতে চান। এত টাকা দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয় বলে সে তাকে মা”রধর করে। ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাকে (ইসরাত জাহান) উদ্ধার করে র”ক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। এর আগেও একাধিকবার অভিযোগপত্রে শারীরিক ও মানসিক নি/’র্যা’তনের কথা বলা হয়েছে।
২৫ আগস্টের ঘটনার বিষয়ে উদ্ধারকারী পুলিশ সদস্য সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে তিনি ওই দিন ৯৯৯ নম্বরে কল পেয়ে আল আমিন হোসেনের স্ত্রীকে উদ্ধার করেন বলে স্বীকার করেন। তবে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এদিকে থানায় অভিযোগ জানানোর পর স্ত্রী ইসরাত জাহান গণমাধ্যমকে বলেন, ‘আল-আমিন প্রায়ই একটি মেয়েকে নিয়ে বাড়িতে আসতেন। ওই মেয়েকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি। কিন্তু আমি কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাইনি। ও যৌতুক দাবি করে আমাকে মারধরও করতো।’
তিনি বলেন, আমার ছেলেদের কথা ভেবে তার সঙ্গে থাকতে চাই। কিন্তু তাকে সবকিছু ছেড়ে আমার সাথে থাকতে হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা আল আমিন ও ইসরাত জাহানের বিয়ে হয়েছে ১২ বছরেরও বেশি সময় ধরে। তাদের দুই ছেলে আছে। বড় ছেলের বয়স ৬ বছর আর ছোট ছেলের বয়স সাড়ে চার বছর।
এর আগেও নারীদের বিভিন্ন ঘটনার বিষয়ে শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আলামিন কে সাজা দেওয়া হয়েছিল তিনি বিভিন্ন সময়ে নারীঘটিত বিষয়ে অভিযুক্ত হন তাছাড়া তিনি ক্রিকেট মাঠে অনুষ্ঠান করার সময়ও অসাধারণ করার কারণে বিতর্কের মুখে পড়েন