Friday , November 15 2024
Breaking News
Home / Entertainment / কোলকাতায় বিমানবন্দরে নামার পরই আটক হলেন বাংলাদেশি শিল্পী গাজী আনাস

কোলকাতায় বিমানবন্দরে নামার পরই আটক হলেন বাংলাদেশি শিল্পী গাজী আনাস

গাজী আনাস রওশন ( Gazi Anas Raushan ) হলেন মুসলিম সঙ্গীত অঙ্গণে একটি অন্যতম নাম। তিনি একাধারে ইসলামিক ফিল্ম ডিরেক্টর ( Islamic film director ), টিভি প্রডিউসার, গান ও সঙ্গীত লেখক। এছাড়াও তিনি অসংখ্য গুণের অধিকারী একজন সঙ্গীত শিল্পী। বাংলার মুসলিম সঙ্গীত জগতে তার রয়েছে অপরিসীম অবদান। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে জানা গেছে যে, কলকাতার একটি বিমানবন্দরে তিনি অপ্রত্যাশিতভাবে আটক হয়েছেন।

শুক্রবার বিকালের দিকে তাকে আটক করে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু ( Subhash Chandra Bose ) আন্তর্জাতিক বিমানবন্দরের ( airport ) ( International Airport ) ইমিগ্রেশ দফতরের কর্মকর্তারা। আটককৃত শিল্পী হলেন বাংলাদেশের ( Bangladesh ) ‘হ্যাভেন টিউন ফাউন্ডেশন’এর পরিচালক ও ‘হ্যাভেন টিউন নাশীদ ব্যান্ড’এর লিড সিঙ্গার গাজী আনাস রওশন ( Gazi Anas Raushan )।

জানা গেছে, শনিবার ( Saturday ) ২৬ মার্চ ( March ) বাংলাদেশের ( Bangladesh ) মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের ( West Bengal ) পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রাজনগর ( Haldia Rajnagar ) এলাকায় স্থানীয় ‘স্বপ্ন সন্ধান’ ক্লাবের উদ্যোগে একটি সম্প্রীতি উৎসবে এক ইসলামিক সঙ্গীত সন্ধ্যায় যোগ দেয়ার কথা ছিল তার। শুক্রবার দুপুর ( Friday noon ) ১.৩০ মিনিট নাগাদ ঢাকা থেকে স্পাইস জেট’এর ( SpiceJet ) বিমানে বিকাল তিনটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন রওশন। এরপরই তাকে আটক করা হয়। এরপরই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন দফতরের ( Immigration office ) কর্মকর্তারা।

বিষয়টি নিয়ে এদিন রাতে ( night ) শিল্পীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে বাংলাদেশ প্রতিদিনের কলকাতা প্রতিনিধিকে তিনি জানান, ‘ট্যুরিস্ট ভিসা নিয়েই তিনি এদিন কলকাতা আসেন। বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের ( airport ) ভিতরেই কিছু মানুষ তাকে ঘিরে ধরে সেলফি তুলতে থাকে। বিষয়টি নজরে যায় ইমিগ্রেশন দফতরের ( Immigration office ) কর্মকর্তাদের। এরপরই গাজী রওশানকে ডেকে পাঠানো হয়।’

রওশান আরও জানান, ‘ইমিগ্রেশন কর্মকর্তারা তার কাছে চান কোন উদ্দেশ্যে তিনি ভারতে এসেছেন। এরপরই তিনি তার অনুষ্ঠানের কথা জানান। তা শুনেই ইমিগ্রেশন কর্মকর্তারা জানান যেহেতু ওই শিল্পী ব্যবসায়িক উদ্দেশ্যে কলকাতায় এসেছেন, অর্থাৎ যেহেতু তাকে ওই অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য সম্মানীয় দেওয়া হবে, তাই তার ভিসা কেন বিজনেস’এর পরিবর্তে ট্যুরিস্ট ভিসা বহন করছেন। জবাবে রওশানও জানান, ওই অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবেই ঘরোয়া এবং সেখানে তিনি কোন পারিশ্রমিক নেবেন না।’

রওশানের দাবি, তাতেও ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে ছাড়তে রাজি হননি। তাকে কলকাতা বিমানবন্দর থেকেই ফিরতি বিমানে ঢাকায় ( Dhaka ) ফেরত যাওয়ার কথা বলা হয়। কিন্তু এইমুহূর্তে ফিরতি বিমান না থাকায় তিনি নিজের দেশেও ফেরত যেতে পারছেন না। এর পাশাপাশি শর্তসাপেক্ষে তাকে কলকাতায় প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে যদিও তার সম্ভবনা অত্যন্ত ক্ষীন বলেই মনে করছেন রওশান।

বিষয়টি জানাজানি হতেই হলদিয়ার সংশ্লিষ্ট ক্লাব ( Haldia related club ) কর্তৃপক্ষ, স্থানীয় সাংসদ, বিধায়ক ওই বাংলাদেশি শিল্পীর সাথে ফোনে যোগাযোগ করেন। কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ( Bangladesh Deputy High Commission Kolkata ) এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তার সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয় বলে জানান রওশান।

এদিকে, রওশানকে স্বাগত জানাতে বিকাল থেকে রাত পর্যন্ত বিমানবন্দরে বাইরে অপেক্ষা করছেন ওই ক্লাবের বেশ কয়েকজন মানুষ। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তার অভিমত এর আগেও একাধিকবার কলকাতা সফর করেছেন কিন্তু এইরকম অভিজ্ঞতা এই প্রথম।

উল্লেখ্য, গাজী আনাস রওশন ( Gazi Anas Raushan ) মূলত: ইসলামিক সঙ্গীত দিয়ে জয় করে নিয়েছেন অসংখ মানুষের হৃদয়। একজন শিল্পী আর যাই করুক না কেনো তার দ্বারা এমন কোনো কাজ করা সম্ভব না, যেটা আসলেই একটি আলোচিত বিষয়। তিনি একজন ইসলামিক সঙ্গীতের শিল্পী। তার এরকম অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়তে হবে, সেইটা কখনো তার চিন্তাতেই ছিল না। এ ধরনের একটা ঘটনা আসলে একটা দু:খের বিষয়।

About bisso Jit

Check Also

গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, জানা গেল কনের পরিচয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যখন সারা দেশের মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তখন বেশ নিরব ছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *