নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সম্পর্কে বর্তমান সরকারের অনেকেই বাজে মন্তব্য করেন থাকেন। তার সাফল্য সহ্য করতে পারেন না্। তাকে একজন সুদখোর বলে তার সুনাম-খ্যাতি কোনটায় মেনে নিতে পারেন না। আসলে তার মতন ব্যক্তি বাংলাদেশ দ্বিতীয়টা নেই। শুধু রাজনৈতিক বিবেচায় একজন মানুষকে বিচার বিশ্লেষন করা সঠিক না। এবার ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে যা বললেন ড. আসিফ নজরুল।
সরকারের কিছু সমর্থকের মাথায় গোবর। ড. ইউনুসের কোন সাফল্যোর কথা লিখলেই বলে, তিনি সুদখোর।
আরে বোকা, যারা ব্যাংকে টাকা রাখে তারা সবাই সুদখোর। আপনি, আমি, সাধারণ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, আমরা সবাই সুদখোর।
কিন্তু ড. ইউনুসের শক্তি সুদ না, তার অতুলণীয় মেধা। বিদেশে নামী কোন বিশ্ববিদ্যালয়ে লেকচার দিলে যে সম্মানী পান তিনি, তা আপনাদের মতো এক লক্ষ সুদখোরের সুদের টাকার চেয়ে বেশী।
ড. ইউনুস এমন একটি ইন্সটিটিউশন যা বোঝার ক্ষমতা আপনাদের নেই। চিরদিন যাবে তাই তাকে সুদখোর গালি দিয়ে আর বিদেশে তার অবিশ্বাস্য স্বীকৃতি আর খ্যাতি দেখে বুক ফেটে ফেটে।
জানেন তো, পৃথিবীতে সবচেয়ে খ্যাতিমান বাংলাদেশী তিনিই।
প্রসঙ্গত, সরকার দলীয় নেতারা অনেকেই ড. ইউনুসের সম্পর্কে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য করে থাকেন যেটা কারর কাম্য নয়। তার প্রকৃত মূল্যায়ন অনেকে বোঝেন না বলে মন্তব্য করেন ড. আসিফ নজরুল।