ভাগ্য মানুষের সহায়তায় মৃত্যুর কোল থেকেও ফিরে আসে অনেকেই। তেমনি একটা দুঃস্বপ্নের মতো ঘটনা ঘটে গিয়েছে জিএম কাদেরের সাথে। যে ঘটনা সাম্প্রতিক গণমাধ্যমের প্রথম পাতায় উঠে এসেছে।
ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
শনিবার সন্ধ্যার পর বনানীর দলীয় চেয়ারম্যানের কার্যালয় রজনীগন্ধা থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলখে লা মেরিডিয়ান হোটেলের সামনে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় একটি দ্রুতগামী বাস ডান দিক থেকে জিএম কাদেরের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান বুকে গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি এক বেসরকারি চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
খিলক্ষেত থানা পুলিশ বাসটি চালকসহ আটক করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রতিনিয়ত হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। অনেক অপেশাদার চালক পরিপূর্ণ ট্রেনিং না নিয়ে অল্পদিনের মধ্যেই পেশাদার চালক এ রূপান্তরিত হচ্ছে। অনেক চালককে তো বিআরটিসি গাড়ি চালানোর অনুমতি প্রদান করেনি। এছাড়া অনেকেই ট্রাফিক আইন সম্পর্কে অবগত না হয়েই যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং বেপরোয়া গতি তুলে। যার জন্য বেশীর ভাগই দুর্ঘটনার কবলে পড়ে তার এবং ভুক্তভোগি হয় সাধারণ মানুষ।